কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল
কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হিলতলী এলাকা থেকে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়ক পদক্ষিণ করে কালিয়াকৈর বাজারে এসে শেষ। পরে কালিয়াকৈর বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাইয়্যদুল আলম বাবুল, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ ন ম ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। পরে পুলিশ আসলে নেতাকর্মীরা পালিয়ে যায়।