‘গঙ্গা বিলাস’ বাংলাদেশ-ভারতের ইকোট্যুরিজমের নতুন সম্ভাবনা উন্মোচন করবে : প্রণয় ভার্মা
কূটনৈতিক প্রতিবেদক
বিশ্বের দীর্ঘতম প্রমোদতরি ‘এমভি গঙ্গা বিলাস’ শনিবার বাংলাদেশের মোংলা বন্দরে পৌঁছালে যাত্রীদের স্বাগত জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
স্বাগত বক্তব্যে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘গঙ্গা বিলাস রিভার ক্রুজ একটি ঐতিহাসিক উন্নয়ন, যা ভারত ও বাংলাদেশ এবং এর জনগণকে সংযুক্ত করতে নদীগুলোর শক্তিকে প্রদর্শন করে।’
তিনি আশা প্রকাশ করেন যে, এই ক্রুজটি সুন্দরবনসহ বাংলাদেশ ও ভারত উভয়ের ঐতিহ্য ও ইকোট্যুরিজমের নতুন সম্ভাবনা উন্মোচন করবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৩ জানুয়ারি ভারতের বারাণসী থেকে ক্রুজটির সূচনা করেন। ভারত ও বাংলাদেশের মধ্যে রিভার ক্রুজ পর্যটন বাড়ানোর প্রচেষ্টার নিদর্শন এটি।
উল্লেখ্য, ভারতের পর্যটকবাহী নৌযান ‘এম ভি গঙ্গা বিলাস’ গতকাল শুক্রবার বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে। গঙ্গা বিলাসের পর্যটকদের বাংলাদেশের খুলনা জেলার কয়রা উপজেলার আংটিহারায় অনবোর্ড ইমিগ্রেশন করা হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি গঙ্গা বিলাস বাংলাদেশের সীমানা অতিক্রম করবে।