চট্টগ্রামে ১১ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে নগরীর নিউমার্কেট ও স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি ছুরি উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, শনিবার রাতে ফ্রান্সিস রোডের মুখে অন্ধাকারাচ্ছন্ন গলিতে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে প্রথমে ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চার-পাঁচজন পালিয়ে যায়। পরে দিবাগত রাত ১টার দিকে রেল স্টেশন সংলগ্ন বাস পার্কিং এলাকার ভেতর থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আরো ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় আরো কয়েকজন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন- ইয়াসিন আরাফাত (২২), মো. মাসুদ (৩২), আমিনুল ইসলাম (২০), মামুনুল ইসলাম (২২), মাঈন উদ্দিন (৩৫), ইয়াছিন হোসেন রবিন (২২), মো. সাগর (২২), মো. জাহিদ হোসেন (২৫), মো. সোহাগ (২৫), মো. শাকিল (২৪) ও মো. ওয়াসিম (২৪)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা কয়েকজন করে একেকটা গ্রুপে ভাগ হয়ে নিউ মার্কেট মোড়, স্টেশন রোড, আন্দরকিল্লা এলাকায় বাসে থাকা অফিসগামীদের মোবাইল টান দিতো, মহিলাদের গলা থেকে চেইন টান দিয়ে ছিনিয়ে নিতো। নিউমার্কেট মোড়ে যাত্রীরা যখন বাসে উঠে তখন সবাই সংঘবদ্ধ হয়ে ঠেলাঠেলি করে মোবাইল নিয়ে নিতো। সন্ধ্যায় ও রাতে স্টেশনের ট্রেন-বাস যাত্রী ও পথচারীদের এবং রিক্সায় থাকা নারী যাত্রীদের ছোরার ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির চেষ্টা করতো। আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি আইনে দুটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের বেশ কয়েকজনের বিরুদ্ধে এর আগেরও মামলা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights