চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ৫ আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যা মামলায় আরও ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মিলন ওরফে বেলাল ইসলাম, নিতাই চৌধুরী, সাজু ইসলাম, মোঃ রানা ওরফে ছোট রানা ও নূর আলম ওরফে আলম।

এরা সকলেই জাহার নামীয় আসামী এবং ঘটনার পর থেকেই পলাতক ছিল। দুপুরে জেলা পুলিশ অফেসে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ।
এসময় তিনি বলেন, গতকাল সোমবার রাতে দেশের বিভিন্ন স্থানে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাজশাহী জেলার গোদাগাড়ী থেকে হত্যকান্ডে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল ও দুটি রক্তমাখা হাতুরি উদ্ধার করা হয়। এদিকে গত রবিবার রাতে গ্রেফতারকৃত অপর ৫ আসামীকে ৩দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাদের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে প্রত্যেকের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক।

রিমান্ডকৃত আসামিরা হচ্ছেন- জেম হত্যায় সরাসরি অংশ নেয়া জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাউল হক টুটুল, চিহ্নিত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে রানা, মোঃ ইব্রাহিম ওরফে হাবা, শামীম রেজা ও মিলন হোসেন। এর আগে এই মামলায় সন্দেহভাজন ৩ জনসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে এই ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হলো।
উল্লেখ্য, গত বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়নমোড় নামক স্থানে শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights