চেতনানাশক স্প্রে ছিটিয়ে চুরি, আটক ১
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যেন থামছেই চেতনানাশক স্প্রে ছিটিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে মালামাল চুরির ঘটনা। প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে এমন কায়দায় চুরির ঘটনায় ছড়িয়ে পড়ছে আতঙ্ক। এরই প্রেক্ষিতে চোরদের ধরতে মাঠে নামে পুলিশ।
শুক্রবার দিবাগত মধ্যরাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকা থেকে হযরত আলী (৩৪) নামে এক চোরকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ২২টি ঘুমের ট্যাবলেট ও চেতনানাশক ওষুধ জব্দ করা হয়। হযরত আলী কিশোরগঞ্জ জেলার বাসিন্দা জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ নাজমুল হক কামাল জানান, চেতনানাশক স্প্রে ছিটিয়ে চুরির ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ঘুমের ট্যাবলেট ও কিছু ওষুধ জব্দ করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরো কারা কারা জড়িত তাদেরও খুঁজে বের করা হবে।
সম্প্রতী শায়েস্তাগঞ্জ উপজেলায় চেতনানাশক স্প্রে ছিটিয়ে লোকদের অজ্ঞান করে বহু পরিবারের মালামাল হাতিয়ে নিয়েছে স্প্রে পার্টির সদস্যরা। এ পর্যন্ত প্রায় দু’ডজন বাসা-বাড়িতে এমন অভিনব চুরির ঘটনা ঘটেছে। যা নিয়ে আতঙ্কে এলাকাবাসী। দিচ্ছেন রাত জেগে পাহারাও।