দিনাজপুরে আবারও কবরস্থান থেকে কঙ্কাল উধাও
দিনাজপুর প্রতিনিধি
১৫ দিনের ব্যবধানে দিনাজপুরের বীরগঞ্জে একই কবরস্থান থেকে ১০টি কঙ্কাল উধাও হওয়ার ঘটনার ঘটেছে। এদিকে গত বৃহস্পতিবার একই এলাকার চৌধুরীহাট বালাপুকুর কবর স্থান হতে সাতটি কঙ্কলা উধাও হয়ে যায়। একের পর এক কবরস্থান থেকে কঙ্কাল উধাও হওয়ার ঘটনায় এলাকায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের তুলসীপুর কেন্দ্রীয় কবরস্থানে দ্বিতীয় দফা কঙ্কাল উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এর আগে গত ১০ আগস্ট শুক্রবার একই কবরস্থান হতে ১১টি কঙ্কাল উধাও হয়।
এ ব্যাপারে মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম জানান, আজ সকালে এলাকাবাসী তুলসীপুর কেন্দ্রীয় কবরস্থান হতে কবরে মাটি সরানো দেখে বিষয়টি আমাকে জানায়। আমি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করি। ঘটনাস্থলে ১০টি কবরের মাটি সরানো অবস্থায় পাওয়া গেছে। এর আগে গত ১০ আগস্ট শুক্রবার একই কবরস্থান হতে ১১টি কঙ্কাল উধাও হয়। এরপর গত ২৪ আগস্ট বৃহস্পতিবার একই এলাকার চৌধুরীহাট বালাপুকুর কবর স্থান হতে সাতটি কঙ্কাল উধাও হয়ে যায়। আজ তৃতীয় দফা কঙ্কাল উধাও হওয়ার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, একের পর এক ঘটে যাওয়া ঘটনাটি আমরা বিশেষ ভাবে নজরদারি করছি। এ ব্যাপারে আমাদের তদন্তে চলছে। তদন্তে এই ঘটনার প্রকৃত রহস্য বের করা হবে।