নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

অনলাইন ডেস্ক

নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার দিবসটি উপলক্ষে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দূতাবাস কর্মকর্তাবৃন্দ ও স্টাফরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার শুরুতেই জাতির পিতা ও সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করে শোনানো হয়।
দূতাবাসের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ রাষ্ট্রপতির বাণী ও সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা (বিমান) খায়রুল মামুন প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন।

এ সময় হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, বাঙালি জাতির সৌভাগ্য তারা বঙ্গবন্ধুর মতো একজন বিশ্বনন্দিত নেতা পেয়েছে। বঙ্গবন্ধুর মতো নেতা এ দেশে জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না।

তিনি বলেন, বাঙালি জাতির সকল অনুপ্রেরণার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল।

আলোচনার শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights