নেত্রকোনায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকারের পরিচালনায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজ। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলমসহ অনেকেই।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান গেট প্রদক্ষিণ করেই আলোচনা সভায় মিলিত হয়। নবাগত জেলা প্রশাসক যোগদানের পর সপ্তাহের প্রথম কার্যদিবসে অনুষ্ঠিত দিবসটি পালনের পর সমাজ সেবার পক্ষ থেকে ১০ জন ক্যান্সার রোগীর প্রতি জনকে ৫০ হাজার টাকা করে ৫ লাখ টাকা ও তিন জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। এ ছাড়াও বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজে ভূমি অধিগ্রহণকৃত চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights