নেত্রকোনায় সাত দিনব্যাপী বৃক্ষমেলা
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় শুরু হয়েছে সাতদিন ব্যাপী বৃক্ষ মেলা। জেলা প্রশাসনের সার্বিক বাস্তবায়নে বুধবার সকালে বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে মেলার উদ্বোধন ঘোষণা করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অঅমলাফ আলী খান খসরু।
জেলা শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে এই মেলার আয়োজন করেছে ময়মনসিংহ অঞ্চলের বন বিভাগ। বুধবার থেকে শুরু হওয়া বৃক্ষমেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
জানা গেছে, মেলায় ১৮টি বাণিজ্যিক নার্সারী ২৮ টি স্টলের মাধ্যমে অংশ নিয়েছে। নার্সারী ছাড়াও বিভিন্ন গার্ডেন ম্যানেজম্যান্ট সহ বেশ কয়েকটি পরিবেশ বান্ধব সংগঠন রয়েছে। প্রথম দিনেই মেলায় আসতে শুরু করেছে দর্শনার্থীরা। এদিকে বৃক্ষ মেলায় অংশ নেয়া নার্সারী মালিকরা নানান প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রেখেছেন। বিশেষ করে তরুণ এবং যুবকরা মেলায় ঘুরতে বেশি দেখা গেছে। অনেকে কিনেও নিচ্ছেন প্রয়োজনীয় এবং পছন্দনীয় গাছ। গাছ মানুষের প্রধান বন্ধু বলেও তারা আখ্যায়িত করছেন।
এদিকে বাগান মেনেজম্যান্টকারী স্বেচ্ছাসেবী গাছপ্রেমী কিশোররাও অংশ নিয়েছে মেলায়। তাদের ইচ্ছা মানুষ গাছ ভালোবেসে পরিবেশ রক্ষায় এবং নিজেদের অক্সিজেন ঘাটতি পূরণ করবে। সেজন্য তারাও তাদের চিন্তাকে ছড়িয়ে দিতে মেলায় অংশ নিয়েছে। পাশাপাশি নিজেরা বিনামূল্যে শ্রম দিয়ে মানুষের বাগান তৈরি করে দেয়ার বিষয়টিও জানান দিচ্ছে। অন্যদিকে নার্সারি করে সংসার চালানো থেকে শুরু করে অনেকেই কোটি টাকার জায়গা করেছেন। তারা মনে করেন এটি একটি পরিবেশ রক্ষাকারী পেশা।