পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের সাংবিধানিক স্বীকৃতি উত্তর কোরিয়ার
অনলাইন ডেস্ক
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি পেয়েছে উত্তর কোরিয়া। দেশটির সংবিধানে সংশোধন করা হয়েছে পরমাণু সংক্রান্ত নীতি। এতে দেশরক্ষায় পারমাণবিক অস্ত্র বানানোর ছাড়পত্র দেওয়ার কথা বলা হয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-র খবরে বলা হয়েছে, সংবিধানের সংশোধনীতে বলা হয়েছে, অস্তিত্ব রক্ষার স্বার্থে উন্নতমানের পারমাণবিক অস্ত্র বানানো যাবে। এ ধরনের অস্ত্র পিয়ংইয়ংকে যুদ্ধের হাত থেকে বাঁচাবে।
দেশটির নেতা কিম জং উন দেশটির পার্লামেন্টকে বলেছেন, সংবিধানের এ সংশোধনীর মাধ্যমে তার দেশের একটি স্থায়ী পারমাণবিক নীতি দাঁড়িয়ে গেছে। এটি এখন দেশের আইনে পরিণত হয়েছে। ফলে কেউ আর এটি ভঙ্গ করা কিংবা এর প্রতি অবজ্ঞা প্রদর্শন করতে পারবে না।
উল্লেখ্য, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এ বছর রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর হুঁশিয়ারিকেও কানে তোলেনি দেশটি।
সূত্র : ফ্রান্স টোয়েন্টিফোর, এপি