ফরিদপুরে ইজিবাইক চালক হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ইজিবাইক ছিনতাই করতে গিয়ে চালককে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার দায়ে দোষী সাব্যস্ত দুইজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত।

রবিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন হলেন গোপালগঞ্জ জেলার দিকনগর ইউনিয়নের বর্ণি গ্রামের শহীদ শেখ (৩৮) ও নজরুল সিকদার (৩৩)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মো. রাব্বি খান। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী শহীদ শেখ আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চার যুবক মুকসেদপুর এলাকা থেকে ফরিদপুরে আসার কথা বলে ইজিবাইকটি ভাড়া করে। রাতে ইজিবাইকটি নিয়ে তারা ফরিদপুরের অম্বিকাপুর বেড়িবাঁধ এলাকায় গিয়ে ইজিবাইকটি ছিনতাই করে। এ সময় ইজিবাইকের চালক বাবুল মোল্লা বাঁধা দিলে ছিনতাইকারীরা বাবুল মোল্লাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে বাবুলের মরদেহ আগুনে পুড়িয়ে ফেলে ইজিবাইকটি নিয়ে চলে যায় তারা।
২৩ মার্চ নিহতের স্বজনেরা বাবুলের লাশটি শনাক্ত করেন। এ ঘটনার পর ২৪ মার্চ নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা করেন। গোয়েন্দা পুলিশের এসআই শামীম হোসেন ২০২১ সালের ৮ ডিসেম্বর চারজনকে দোষী করে আদালতে চার্জশিট দাখিল করেন। নিহত ইজিবাইক চালক বাবুল মোল্লা গোপালগঞ্জের মুকসেদপুর এলাকার দিকনগর গ্রামের বাসিন্দা এসকেন মোল্লার ছেলে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights