বঙ্গবন্ধুর জন্মদিনে কুবিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ দিনটি উপলক্ষ্যে ক্যাম্পাসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধু লার্নিং হাব উদ্বোধন, মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়েছে। এছাড়াও বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে ক্যাম্পাসে র‌্যালি শেষে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর শিক্ষক সমিতি, ছাত্রলীগ কুবি শাখা, কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

আলোচনা অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বঙ্গবন্ধুর ৫৫ বছর জীবনে বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন, অনেক ত্যাগ-তিতিক্ষা জুলুম সহ্য করেছেন। তিনি আরও বলেন, আজ আমাদের মধ্যে মিথ্যার একটি সংস্কৃতি গড়ে উঠেছে। এটা আমরা আমাদের বিশ্ববিদ্যালয়েও দেখতে পাই। বিশ্ববিদ্যালয়ের অর্জনকে নিয়ে আমরা অনেকে সমালোচনা করি। মিথ্যার যে সংস্কৃতি, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সত্য ও ন্যায়ের পথে চলতে হবে, তবেই উন্নয়ন সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights