বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের বিনামূল্যে মাছের পোনা বিতরণ
চকরিয়া প্রতিনিধি
চকরিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষিদের মাঝে জনপ্রতি ৪ কেজি করে ১৮৩ জন চাষিকে ৭৩৫ কেজি রুই জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়।
পোনামাছ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন , সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন, মেরিন ফিশারিজ অফিসার মো. জেড এম মোছাদ্দেকুল ইসলাম, উপজেলা মৎস্য দপ্তর, উপজেলা প্রাণিসম্পদ, উপজেলা কৃষি অফিসারের প্রতিনিধি ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।