বাউফলে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত
বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় জনতা ভবনে আলোচনা ও দোয়া মিলাদের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
বাউফল উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মরিয়ম বেগম নিশোর সভাপতিত্বে স্থানীয় সাংসদ আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাউফল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়া, বাউফল পৌর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, বাউফল পৌর আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম ফারুক, সাধারণ সম্পাদক এনায়েত খান সানা, উপজেলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদিকা রুনিয়া বেগম, বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন অর রশিদ খান, যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ, যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, সাংবাদিক মাহমুদ হাসান রুবেল প্রমুখ।
এর আগে বেলা দশটায় বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে আলোচনার দোয়া মিলাদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।