ভাইয়ের সঙ্গে এক মঞ্চে এমপি টুসী

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের প্রয়াত নেতা ও পাঁচবারের এমপি অ্যাডভোকেট রহমত আলীর দুই সন্তান অধ্যাপিকা রুমানা আলী টুসী ও তাঁর ভাই জামিল হাসান দুর্জয় গত ১৫ আগস্ট পৃথকভাবে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান নিজ নিজ বলয়ের নেতাকর্মীকে নিয়ে আলাদা করে আয়োজন করেন। এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। এর ১০ দিনের মাথায় শুক্রবার এক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন তারা।

শুক্রবার গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের আনসার টেপির বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুর্জয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠান শুরুর পর হঠাৎ মঞ্চে হাজির হন এমপি টুসী। এ সময় টুসীকে অনুষ্ঠানের বিশেষ অতিথি ঘোষণা করা হয়। দুর্জয়ের আগে বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের ভাইবোনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।’

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম শেখের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ, আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ, ফরিদ আহম্মেদ চুন্নু প্রমুখ।
গাজীপুরের শ্রীপুর উপজেলা ও সদরের তিনটি ইউনিয়ন নিয়ে গাজীপুর-৩ আসন গঠিত। টুসী ও দুর্জয় এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights