ভালুকায় শিশুদের খাওয়ানো হলো ভিটামিন এ প্লাস ক্যাপসুল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এ স্লোগানে সারাদেশের ন্যায় ভালুকায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন।

ওই ক্যাম্পিইনে ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধীসহ ৮৬১০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিবন্ধীসহ ৬৪৭৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট ডা. আমিনুল ইসলাম, ডা. ফজলে রাব্বি, ডা. অভিজিৎ হুর, ডা. শক্লা প্রমুখ।
এসময় মেডিকেল অফিসারবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স, এইচআই ইনচার্জ, এমটিইপিআই, স্যানিটারি ইন্সপেক্টর, এইচএ ও হাসপাতালের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights