ভোট বর্জনে লিফলেট বিতরণ
বেনাপোল প্রতিনিধি
ভোট বর্জনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে বিএনপি। সকাল থেকে গভীর রাত অবধি নির্বাচন বিরোধী প্রচারণায় কোমর বেঁধে মাঠে নেমেছে বিএনপি। দেশব্যাপী নির্বাচন বিরোধী লিফলেট নিয়ে যশোরের শার্শার মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির নেতৃবৃন্দ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও এমপি মফিকুল হাসান তৃপ্তিসহ উপজেলার প্রতিটি বাজারে ভোট বর্জনের আহবান সম্বলিত লিফলেট বিতরণ করেছেন শার্শা থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসান জহির, কেন্দ্রীয় যুবদল নেতা নুরুজ্জামান লিটন, আবু তাহের ভারত, আল মামুন বাবলু, এমদাদ হোসেন এমদাসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
উপজেলার বেনাপোল, গোড়পাড়া, লক্ষ্মণপুর, ডিহি, নাভারন, বাগঁআচড়া, গোগা, বারপোতাসহ গুরুত্বপূর্ণ বাজারে গত ৩ দিন ধরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে বলে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বিষয়টি নিশ্চিত করেছে জানিয়েছেন আগামীতে কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি পালন করা হবে।