যাত্রী বেশে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রী বেশে প্রতারক চক্র চালককে অচেতন করে সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়েছে। পরে চালককে উদ্ধার করে মঙ্গলবার বিকালে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

অটোরিকশা চালকের নাম মো. কবির হোসেন (৩৬)। তিনি বরগুনার আমতলী উপজেলার মো. সেলিম মিয়ার ছেলে। বর্তমানে মেরুল বাড্ডায় থাকেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন।
তিনি জানান, বিমানবন্দর থানাধীন জসিমউদ্দীন সড়কে কাঁচাবাজারের সামনে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে আছেন এক সিএনজি অটোরিকশা চালক, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে পাকস্থলী পরিষ্কারের পর মেডিসিন বিভাগে পাঠান। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, কবির কুড়িল বিশ্বরোড থেকে যাত্রী নিয়েছিলেন। এরপর আর কিছুই বলতে পারেননি। সুস্থ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

এদিকে, সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন সিএনজি অটোরিকশার মালিক আব্দুর রহিম। তিনি জানান, সিএনজি অটোরিকশাটি পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিকভাবে ধারণা, যাত্রী বেশে প্রতারক চক্র চালককে অচেতন করে রাস্তায় ফেলে দিয়ে সিএনজি অটোরিকশাটি নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights