শ্রীমঙ্গলে অজ্ঞাত ব্যক্তির লাশ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্ট থেকে অজ্ঞাতনামা (৪৮ বছর) এক ব্যক্তির লাশ উদ্বার করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলার ডলুবাড়ি এলাকার লেমন গার্ডেন রিসোর্ট থেকে লাশটি উদ্বার করা হয়।
রিসোর্টের লোকজন ও পুলিশ সূত্রে জানায়, গত ২৫ আগস্ট সকালে চাঁদপুর জেলার শাহারাস্তি থানার খাসের বাড়ি এলাকার পরিচয় দিয়ে নুরুল আমিন ও তার সাথে আরো তিনজন লোক লেমন গার্ডেন রিসোর্টের একটি কক্ষ ভাড়া করে উঠেন। আজ চলে যাওয়ার কথা। কিন্তু তারা রিসিপসনে না আসায় রিসোর্টের স্টাফরা তাদের চেক আউটের কথা বলতে রুমে যান। সেখানে তাদের রুম তালাবদ্ধ দেখে ও কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা খুলে ভিতরে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন ছিল।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, আমরা ধারণা করছি অজ্ঞাতনামা লোকটিকে হত্যা করে তার সাথের লোকজন পালিয়ে গেছে। আমরা লাশ উদ্বার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। বিস্তারিত পরে জানা যাবে। তদন্ত চলছে।