গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলায় ১০৫টি ইয়াবা ট্যাবলেটসহ সামিউল মিয়া (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সামিউল মিয়া ওই এলাকার নজিজল হকের ছেলে। গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ-নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি সামিউল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে ১০৫টি ইয়াবা জব্দ করা হয়। সেই সঙ্গে তাকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।