নওগাঁ-২ আসনের নির্বাচন পর্যন্ত ভোটার স্থানান্তর স্থগিত
অনলাইন ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে কারিগরি শাখাকে নির্দেশনা দিয়েছেন।
এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের যেসব এলাকায় ভোট অনুষ্ঠিত হবে সেসব এলাকায় নির্বাচন পর্যন্ত ভোটার স্থানান্তরের কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ১২ ফেব্রুয়ারি এ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ৭ জানুয়ারি নওগাঁ-২ আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে বৈধ এক প্রার্থীর মৃত্যুর কারণে আসনটির পুরো নির্বাচন বাতিল করে ইসি। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ রেখে ফের তফসিল দেওয়া হয়।