বাংলাদেশের জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রত্যাশা ভুটান রাষ্ট্রদূতের

শেরপুর প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত কিংডম অব ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল বলেছেন, বাংলাদেশ ও ভুটানের গণতান্ত্রিক ব্যবস্থা অনেক শক্তিশালী। দু’দেশই দীর্ঘদিন থেকে গণতন্ত্রের চর্চা করে। তিনি প্রত্যাশা করেন বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে।

আজ দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশা করেন।

রিনচেন কুয়েনসিল আরো বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসায়ী বিষয়ে বেশকিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে বাংলাদেশে ভুটান থেকে ১৮টি পণ্য আমাদানি করার অনুমতি আছে। পাশাপাশি বাংলাদেশ থেকে ১০টি পণ্য ভুটানে যাচ্ছে। আমাদের দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা চেষ্টা করছি এই দুই দেশের আমদানি ও রপ্তানিকৃত সকল পণ্য শুল্ক মুক্ত সুবিধা পাবে। এছাড়াও বাংলাদেশ ও ভুটানের মধ্যে করা দ্বিপাক্ষিক ব্যবসায়ী চুক্তিগুলো দ্রুতই বাস্তবায়ন করা হবে।
এ সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর (ট্রেড) কেনচো থিনলে। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান, বন্দর কর্মকর্তা পার্থ ঘোষ, আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, নালিতাবাড়ী পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights