রংপুরে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, রংপুর
দেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রংপুর নগরীর শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

গতকাল সোমবার রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় স্কুলের দশম শ্রেণির প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আব্দুল খালেক সরকার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন।

তিনি বলেন, বেগম রোকেয়ার দেখানো পথে আমাদের নারী সমাজ এগিয়ে চলছে। আজ নারীরা সব ক্ষেত্রে এগিয়ে আছে। আজ বেগম রোকেয়ার ওপর কুইজ প্রতিযোগিতায় তিনজন নারী পুরস্কার পেয়েছে। বেগম রোকেয়ার অবদান শুধু তার সময়েই নয়, আজও প্রাসঙ্গিক। তিনি নারীদের জন্য যে আলোর পথ দেখিয়ে গেছেন, তা আজকের নারী শিক্ষার প্রসার এবং ক্ষমতায়নের মূল ভিত্তি। তিনি ছিলেন এবং আছেন নারী জাগরণের এক অনন্য প্রতীক হিসেবে।

কুইজ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেন দশম শ্রেণির ছাত্রী রেজওয়ানা আক্তার বিশা, দ্বিতীয় পুরস্কার মোছা. সাদিয়া আক্তার স্নেহা ও তৃতীয় পুরস্কার উম্মে জান্নতুল বর্ষা।

স্বাগত বক্তব্য রাখেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক মো. আনিসুর রহমান আনিস, মো. গোলাম রব্বানী, মো. মিলন মিয়া, মো. শহিদুল ইসলাম সাজু।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক রবি দাশ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অর্নশ্রী ঘোষ, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমানসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights